Site icon Jamuna Television

বন্যার কবলে ইতালির উত্তরাঞ্চল

প্রবল বৃষ্টি ও বন্যার কবলে পড়েছে ইতালির উত্তরাঞ্চলের কয়েকটি শহর। বন্যা পরিস্থিতিতে দুর্ভোগে অঞ্চলগুলোর বহু মানুষ। জানিয়েছে বার্তা সংস্থা এপি।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) টানা বৃষ্টিতে ভেঙ্গে পড়েছে দেশটির পাইডমন্ট অঞ্চলের অন্তত দুটি সেতু। ফলে আটকা পড়েছে দুটি গ্রামের পঞ্চাশের অধিক মানুষ। বন্যার পানিতে তলিয়ে গেছে অঞ্চলটির মূল মহাসড়ক। উত্তরাঞ্চলের আরও দুই অঞ্চল লোমবার্ডি ও ভেনেটোও বন্যার কবলে পড়েছে। ক্ষতির সম্মুখীন হয়েছে মিলানও।

বন্যায় সড়কে আটকে পড়া মানুষদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছে অসংখ্য মানুষ। পানিতে তলিয়ে যাওয়ায় বন্ধ করে দেয়া হয়েছে ক্ষতিগ্রস্ত্র অঞ্চলগুলোর রেল যোগাযোগ। পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়াবিদরা।

/এএম

Exit mobile version