Site icon Jamuna Television

সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাককে পেছন থেকে ধাক্কা, নিহত ১

হিলি প্রতিনিধি, দিনাজপুর:

দিনাজপুরের ঘোড়াঘাটে মহাসড়কের উপর দাঁড়িয়ে থাকা সার বোঝাই একটি ট্রাককে কাঠ বোঝাই অপর একটি ট্রাকের ধাক্কায় শ্রী সৌরভ পাহান (২২) নামের এক হেলপার নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ট্রাকের চালক হাফিজুর রহমান।

আজ শুক্রবার (৬ সেপ্টেম্বর) আনুমানিক সকাল ৫টায় গোবিন্দগঞ্জ-দিনাজপুর মহাসড়কের কানাগাড়ি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সৌরভ পাহান জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার সুলতানপুর এলাকার হরিপদ পাহানের ছেলে। আহত ট্রাক চালক হাফিজুরকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানায়, দিনাজপুরের দিকে যাওয়া গাছের গুঁড়ি বোঝাই একটি ট্রাক আজ সকালে দাঁড়িয়ে থাকা সার বোঝাই একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে গাছের গুঁড়ি বোঝাই ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালকের সহকারী সৌরভ পাহান মারা যান। গুরুতর আহত হন একই ট্রাকের চালক হাফিজুর রহমান (৪৮)। পরে আহত ট্রাক চালককে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, রাস্তার ওপর আগে থেকে দাঁড়িয়ে থাকা অজ্ঞাত ট্রাকটি দুর্ঘটনার পরপরই পালিয়ে গেছে। ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। ক্ষতিগ্রস্ত ট্রাকটি পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

/এএম

Exit mobile version