Site icon Jamuna Television

মদের পার্টিতে বন্ধুর বউকে নিয়ে কুমন্তব্য, কুপিয়ে হত্যা

কলকাতার চেতলার সিআইটি হাউজিং স্কিমে থাকেন চন্দন মণ্ডল ভুট্টো এবং রূপচাঁদ পাইক দুই বন্ধু। স্থানীয় সময় বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে ভুট্টোর বাসায় মদ পানের পার্টি। তিনি আমন্ত্রণ করেন বন্ধু রূপচাঁদ পাইক-কে। মদের আসর এক সময়ে পরিণত হয় ভয়াবহ ঘটনায়। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, মদপানের সময় ভুট্টো’র বউকে নিয়ে কুমন্তব্য করেন রূপচাঁদ। এরপর রাগে প্রতিশোধ নিতে বন্ধুকে কুপিয়ে খুন করেন ভুট্টো। এ ঘটনার পর গ্রেফতার করা হয়েছে ভুট্টোকে।

রূপচাঁদ পাইক-কে স্থানীয়রা উদ্ধার করে পুলিশে খবর দেয়। এরপর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এলাকাবাসী ও চেতলা পুলিশ সূত্রে জানা যায়, আরজি কর হাসপাতালের ঘটনা ও সামগ্রিক বিষয়ে আলোচনা করছিলেন দুজন। উভয়ের-ই স্টল রয়েছে জজ কোর্ট রোডে দোকান রয়েছে। কাজ শেষ করে, আড্ডা দিচ্ছিলেন তারা।

/এআই


Exit mobile version