Site icon Jamuna Television

নয়াপল্টনে বিএনপি-পুলিশ সংঘর্ষ দুর্ভাগ্যজনক: এরশাদ

নয়াপল্টনে বিএনপি-পুলিশের সংঘর্ষকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এর মধ্য দিয়ে ইঙ্গিত পাওয়া যায় বিএনপি নির্বাচনে নাও আসতে পারে। তবে নির্বাচনে আসলে ভালো হয়। আজ সকালে জাতীয় পার্টির বানানী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

আজ ৫ম ও শেষ দিনের মত বনানীর দলীয় কার্যালয়ে জাতীয় পার্টির দলীয় মনোনয়ন ফরম বিক্রি চলছে। মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম দেখতে আসেন পাটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এসময় মশিউর রহমান রাঙ্গাসহ বেশ কয়েকজন নেতাকর্মী এরশাদের হাতে মনোনয়ন ফরম তুলে দেন।

পরে সাংবাদিকদের এরশাদ বলেন, জাতীয় পার্টির কর্মীদের মধ্যে অপ্রতিরোধ্য সাড়া পাওয়া যাচ্ছে। মানুষ যাকে ভালোবাসে মনোনয়ন তাকেই দেয়া হবে বলে মন্তব্য করেন তিনি। ১৪ দলের সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচনে যাওয়ার সুযোগ আছে। তবে এখনো কিছু চূড়ান্ত নয় বলে জানান হুসেইন মুহম্মদ এরশাদ।

Exit mobile version