Site icon Jamuna Television

ডেটিং করার জন্য ‘টিন্ডার লিভ’ নিলে মিলবে বেতন-সহ ছুটি!

ডেটে গেলে মিলে সবেতন ছুটি! কর্মস্থলে কর্মীদের মনোবল চাঙ্গা করতে এমন সিদ্ধান্ত নিয়েছে থাইল্যান্ডের একটি মার্কেটিং সংস্থা। এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ‘ওয়াইটলাইন গ্রুপ’-এর পক্ষ থেকে বলা হয়েছে, ডেটে যাওয়ার জন্য তাদের কর্মীদের বেতন-সহ ছুটি দেওয়া হবে। কর্মীদের কর্মদক্ষতা বৃদ্ধি করতেই নাকি সংস্থার এমন সিদ্ধান্ত।

কর্মীরা চাইলে ‘টিন্ডার লিভ’ নামক ডেটিং অ্যাপের ‘গোল্ড ও প্ল্যাটিনাম’ সাবক্রিপশনের জন্য প্রয়োজনীয় অর্থও তার সংস্থার কাছে দাবি করতে পারে।

ওই সংস্থার এক নারী কর্মী ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছিলেন যে তার কাজের চাপ এতটাই বেড়ে গিয়েছে যে ‌তার ডেটে যাওয়া সম্ভব হচ্ছে না।

সেই নারী কর্মীর কথা গুরুত্বের সাথে নিয়েছে সংস্থাটি। এরপর কর্মীরা যেন তাদের পছন্দের ব্যক্তির সঙ্গে ডেটে যেতে পারেন তাই সংস্থাটি তাদের নিয়মে এনেছেন পরিবর্তন।

কর্মীরা ইচ্ছে করলেই ডেটিংয়ের জন্য ছুটি নিতে পারেন, তবে সেই ছুটি পাওয়ার জন্য কর্মীদের এক সপ্তাহ আগে থেকে আবেদন জানিয়ে রাখতে হবে।

/এআই

Exit mobile version