Site icon Jamuna Television

দেশকে দারিদ্র্যমুক্ত ও পরিকল্পিতভাবে উন্নত করতে চাই: প্রধানমন্ত্রী

আগামীতে দেশকে দারিদ্র্যমুক্ত ও পরিকল্পিতভাবে উন্নত করতে চান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকালে রাজধানীর বিজয় স্বরণিতে নির্মিত তোষাখানা জাদুঘরের উদ্বোধন করে একথা বলেন তিনি।

এসময় প্রধানমন্ত্রী আরো বলেন, গত ১০ বছরে দেশের মানুষের জীবনমান অনেক উন্নত হয়েছে। আর জাতির পিতা যে মর্যাদা জনগণকে দিয়ে গেছেন, সেটা রক্ষা করতে হবে।

অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলাসহ যেই দায়িত্ব দেয়া হবে তা পালনে সচেষ্ট থাকবে সেনাবাহিনী। বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের দেওয়া মূল্যবান উপহার সামগ্রী দিয়ে এ জাদুঘর স্থাপন করা হয়েছে। তোষাখানা জাদুঘর সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকবে।

Exit mobile version