Site icon Jamuna Television

নাটোর জেলা যুবলীগের সভাপতির বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরে জেলা যুবলীগের সভাপতি বাশিরুর রহমান খান চৌধুরী এহিয়ার বাড়িতে অভিযান চালিয়ে একটি ভারতীয় অবৈধ আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে যৌথবাহিনী। শুক্রবার (৬ সেপ্টেম্বর) ভোরে শহরের কানাইখালী এলাকার বাড়িতে অভিযান চালিয়ে গুলিসহ আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়।

নাটোর সদর থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, শুক্রবার ভোরে সেনাবাহিনী, ম্যাজিস্ট্রেট, পুলিশ ও আনসার সদস্যরা মিলে যৌথ অভিযান শুরু করে। অভিযানে জেলা যুবলীগের সভাপতি এহিয়ার বাসা থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও পিস্তলের কভার উদ্ধার করা হয়।

এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

/এনকে

Exit mobile version