Site icon Jamuna Television

ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারালেন টার্কিশ-আমেরিকান বংশোদ্ভূত অ্যাক্টিভিস্ট

অধিকৃত পশ্চিম তীরের নাবলুসের বেইতা শহরে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালে ইসরায়েলি বাহিনীর হাতে প্রাণ হারালেন টার্কিশ-আমেরিকান কর্মী। শুক্রবার (৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, রাফিদিয়া হাসপাতালের পরিচালক ফুয়াদ নাফা বলেন, মার্কিন নাগরিকত্ব ধারণ করা ওই নারীকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আসা হয়।

আমরা তাকে বাঁচানোর সর্বোত্তম চেষ্টা করেছি। কিন্তু মাথায় গুলিবিদ্ধ হবার কারণে তার মৃত্যু হয়,” নাফা বলেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে নাবলুসের দক্ষিণে বেইতা পাহাড়ে অবৈধ বসতি স্থাপনের নিন্দা জানিয়ে একটি বিক্ষোভে অংশ নেয়া ফিলিস্তিনিদের একটি দলকে লাইভ গুলি চালায় ইসরায়েলি সৈন্যরা। সেই বিক্ষোভে সক্রিয় ছিলেন ২৬ বছর বয়সী আয়েনুর ইজগি আইগি।

/এআই

Exit mobile version