Site icon Jamuna Television

জয়ের দ্বারপ্রান্তে টাইগাররা

মিরপুর টেস্টে জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। জয়ের জন্য ৪৪৩ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে এ রিপোর্ট লেখা পর্যন্ত অতিথিদের সংগ্রহ ৭ উইকেটে ২০১ রান।

আগের দিনের ২ উইকেটে ৭৬ রান দিয়ে শেষ দিন ব্যাটিং শুরু করে জিম্বাবুয়ের দুই অভিজ্ঞ ব্যাটসম্যান ব্রেন্ডন টেইলর ও শন উইলিয়ামস। তবে খুব বেশি সময় থিতু হতে পারেননি শন উইলিয়ামস। ১৩ রান করা উইলিয়ামসনকে বোল্ড করেন মোস্তাফিজুর রহমান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে।

এর আগে চতুর্থ দিন শেষ সেশনে ৪৪৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৭০ রানের মধ্যে জিম্বাবুয়ের দুই ওপেনার হ্যামিল্টন মাসাকাদজা ও ব্যায়ান চারিকে সাজঘরে পাঠান মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। প্রথম ইনিংস ৩০৪ রানে অলআউট হয়েছিল জিম্বাবুয়ে আর বাংলাদেশ দুই ইনিংসে করেছে ৭ উইকেটে ৫২২ ও ৬ উইকেটে ২২৪।

Exit mobile version