Site icon Jamuna Television

গণআন্দোলনে হাসিনার ভূমিকা হানাদার বাহিনীর চাইতেও নৃশংস ছিল: নুর

ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনার ভূমিকা ছিল পাক হানাদার বাহিনীর চাইতেও বেশি নৃশংস। এমনটাই বলেছেন, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুরের ভাঙ্গা বাস স্ট্যান্ডে গণঅধিকার পরিষদ আয়োজিত পথসভায় এসব কথা বলেন তিনি।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে নুর বলেন, আপনারা স্বৈরাচার ও তার দোসরদের পরিণতি থেকে শিক্ষা নিবেন। মানুষ যেন আপনাদের উপর ত্যক্ত-বিরক্ত না হয়। মানুষের পাশে থেকে কাজ করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

উপজেলা গণঅধিকার পরিষদের সমন্বয়ক আনিসুর রহমানের সভাপতিত্বে পথসভায় অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এনকে

Exit mobile version