Site icon Jamuna Television

বাংলাদেশ নিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্য উস্কানিমূলক: রিজভী

বাংলাদেশ নিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের বক্তব্য উস্কানিমূলক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

শুক্রবার (৬ সেপ্টেম্বর বিকেলে রাজধানীর রামপুরায় অভ্যুত্থানে নিহত রিকশাচালক সাগরের পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ। এখানে দানবীয় সরকারের পতন হয়েছে শতাব্দি সেরা গণআন্দোলনে।

রাশিয়া, ইউক্রেন, হামাসের সঙ্গে তুলনা করে বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ নিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য প্রশ্নের জন্ম দিয়েছে বলে মন্তব্য করেন তিনি। হুঁশিয়ার করেন, যেকোনও কিছুর জন্য প্রস্তুত বাংলাদেশ।

/এনকে

Exit mobile version