Site icon Jamuna Television

বাংলাদেশ-ভারত টেস্ট ম্যাচে হামলার হুমকি হিন্দু মহাসভার

চলতি মাসে ভারতের বিপক্ষে দুই টেস্ট ও তিন টি-টুয়েন্টির সিরিজ খেলতে যাবে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় টেস্ট কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে। ম্যাচে হামলার হুমকি দিয়েছে ভারতের হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দল অখিল ভারত হিন্দু মহাসভা। খবর, এবিপি লাইভ’র।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে বলে অভিযোগ সংগঠনটির। বাংলাদেশে হিন্দুদের উপর চলা অত্যাচারের প্রতিবাদ করতে হিন্দু মহাসভা এমন কাজ করবে বলে জানাচ্ছে সংবাদমাধ্যমটি। এদিকে পরিস্থিতি এমন যে ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই ভেন্যুর সম্ভাব্য পরিবর্তনের কথাও চিন্তা করছে বলেও লিখেছে সংবাদমাধ্যমটি।

এক্ষেত্রে, সিরিজের দ্বিতীয় টেস্ট কানপুরে না করা যায় সেক্ষেত্রে ম্যাচটি মধ্য প্রদেশের ইন্দোরে হলকার স্টেডিয়ামে স্থানান্তরিত হতে পারে। এ পর্যন্ত এ স্টেডিয়ামে মাত্র তিনটি ম্যাচ আয়োজনের অভিজ্ঞতা রয়েছে।

উল্লেখ্য, এর আগে গোয়ালিওরে অনুষ্ঠিতব্য সিরিজের টি-টোয়েন্টি ম্যাচেও হামলার হুমকি দিয়েছিলো দলটি।

/এমএইচআর

Exit mobile version