Site icon Jamuna Television

সাতক্ষীরা-২ আসনের সাবেক এমপি রবির বাড়িতে যৌথ বাহিনীর অভিযান

স্টাফ করেসপনডেন্ট, সাতক্ষীরা:

সাতক্ষীরা সদর আসনের সাবেক সংসদ সদস্য মীর মোস্তাক আহম্মেদ রবির বাড়িতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। শুক্রবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের মুনজিতপুর এলাকার বাড়িতে এ অভিযান চালানো হয়।

তল্লাশি করে ওই বাড়িতে রাইফেলের তিনটা বাট, একটি চাইনিজ কুড়াল, দুটি হাতুড়ি, একটা ভিডি, দুই সেট ওয়াকিটকি, ৪৮টি খালি কার্তুজ, একটি শর্টগানের কভার ও চারটি পিস্তল কভার উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, ৫ আগস্টের আগেই দেশ ছাড়েন জেলা আ.লীগের সহ সভাপতি, সাবেক এই সংসদ সদস্য।

অভিযানে থাকা ম্যাজিষ্ট্রেট প্রশান্ত কুমার জানান, সাবেক সংসদ সদস্য রবির নামে দুটি অস্ত্রের লাইসেন্স রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তিনি সেগুলো জমা দেননি। অস্ত্র দুটি উদ্ধারে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। তবে অস্ত্র দুটি উদ্ধার করা যায়নি। যেগুলো পাওয়া গেছে সেগুলোর সিজার লিষ্ট করে পুলিশের কাছে জমা রাখা হয়েছে।

/এমএইচআর

Exit mobile version