Site icon Jamuna Television

কুড়িগ্রামে নবান্ন উৎসব পালিত

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামে ১৪২৫ নবান্ন উৎসব পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি,আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নবান্ন উৎসবের একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। পরে জেলা প্রশাসকের স্বপ্নকুড়ি মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য রাখেন,জেলা প্রশাসক সুলতানা পারভীন,পুলিশ সুপার মেহেদুল করিম, সিভিল সার্জন ডা. এসএম আমিনুল ইসলাম, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু প্রমুখ। নবান্ন উৎসব নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক ভাওয়াইলা গান পরিবেশন করে জেলা শিল্পকলা একাডেমি।

Exit mobile version