Site icon Jamuna Television

চীনে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘ইয়াগি’  

চীনের হাইনান প্রদেশের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ইয়াগি। হাইনান দ্বীপ এবং গুয়াংডঙে বিপর্যয়কর ক্ষয়ক্ষতি ডেকে আনতে পারে ইয়াগি বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। শনিবার (৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ইন্দো-প্যাসিফিক ট্রপিক্যাল সাইক্লোন ওয়ার্নিং সেন্টার জানায়, ‘ইয়াগি’ অত্যন্ত বিপজ্জনক এবং শক্তিশালী টাইফুন।’ 

২০১৪ সালের পর থেকে চীনের দক্ষিণ উপকূলে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী টাইফুন হতে পারে ইয়াগি। যা বন্যা ও পরিস্থিতি মোকাবেলার কাজকে খুব চ্যালেঞ্জিং করে তুলবে।

নাসার আর্থ ডাটা অনুসারে ইয়াগির বাতাসের গতিবেগ প্রতি ঘণ্টায় ২৪০ কিলোমিটারের (১৪৯ মাইল) বেশি এবং টাইফুনটি ৪ ক্যাটাগরি  হারিকেনের সমতুল্য।

/এআই

Exit mobile version