Site icon Jamuna Television

সাবেক ফুটবল অধিনায়ক মামুনুলের বাড়িতে হামলা

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম মামুনের চট্টগ্রামের বাড়িতে হামলা হয়েছে। তার ঘনিষ্ঠ বন্ধু জাতীয় দলের আরেক সাবেক ফুটবলার জাহিদ হাসান এমিলি এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, জায়গা দখল করতে আসা একদল দুর্বৃত্তকে বাধা দেয়ার পর শুক্রবার রাতে মামুনুলের বাড়িতে হামলার ঘটনা ঘটে। বর্তমানে মামুনুল চট্টগ্রামের সদরঘাটে নিজ বাড়িতে অবস্থান করছেন। বেশ কয়েকজনের একটা গ্রুপ তার বাসায় হামলা করে বলে জানা গেছে।

তার আগে এরাই জায়গা দখল করতে গেলে বাধা দিয়েছিলেন তিনি। সেজন্যই দুর্বৃত্তরা ফিরে এসে বাসায় অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করা হয়।

বন্ধু মামুনুলের কাছ থেকে ফোন পেয়ে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেন এমিলি। মামুনুল বাংলাদেশের অন্যতম সেরা ফুটবলার। এমিলিও সাবেক তারকা। তাই তার স্ট্যাটাস ক্রীড়াঙ্গনে খুব দ্রুত নজর কাড়ে।

/এমএইচ

Exit mobile version