Site icon Jamuna Television

প্রেম অনুভবের দিবসে বেঁচে থাকুক ভালবাসার ছোট-ছোট অনুভূতিগুলো

৭ সেপ্টেম্বর, ২০২৪। প্রেম অনুভবের দিন। এই দিনটিকে ইংরেজিতে ‘ফিল দ্য লাভ ডে’ বলা হয়ে থাকে। দিবসটি পালিত হয় যুক্তরাষ্ট্রে। তবে কীভাবে এই দিবসের শুরু, কেউ জানে না।

অনেকেই বলে থাকে, প্রেমে থাকলে, দিন কি, রাত কি, সব একই লাগে। আবার অনেকে বলে, ভালবাসায় মাথা নাকি কাজ করে না। নাই-বা করতে পারে। তবে, প্রিয়জনের প্রতি ভালোবাসা অনুভব করাটা হয়তো গুরুত্বপূর্ণ। কারণ- মুঘল সম্রাট শাহজাহান অপূর্ব ‘তাজমহল’ তৈরি করেছিলেন তার সহধর্মিণী বেগম মমতাজের স্মৃতি রক্ষায়। কিংবা বলা যায়, মমতাজের প্রতি তার আবেগের বহিঃপ্রকাশ এই মহল।

তবে ভালোবাসা শুধু একক্ষেত্রেই প্রকাশ করতে হবে, এমন নয়। ভালোবাসার অনুভূতি প্রকাশ করা যেতে পারে প্রিয় বন্ধুবান্ধবের প্রতি। হতে পারে সেটা একটি কুকুর কিংবা বিড়ালের জন্য। সৃষ্টির সকল জীবের প্রতি দয়া, মায়া ও মমতা দেখানো-ও ভালবাসার বহিঃপ্রকাশ।

আজকের দিনে, ভালবাসা পাক নতুন পূর্ণতা, বেঁচে থাকুক ভালবাসার ছোট-ছোট অনুভূতিগুলো।

/এআই

Exit mobile version