Site icon Jamuna Television

শাহপরানের মাজারে গান-বাজনা নিষিদ্ধ

সিলেটের হযরত শাহপরান (রহ.) মাজারে গান-বাজনা নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড বন্ধের ঘোষণা দিয়েছে মাজার কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসেন।

তিনি বলেন, তৌহিদি জনতার আন্দোলনের প্রেক্ষিতে মাজার কর্তৃপক্ষের সাথে আলোচনা হয়। তারপর এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

প্রতি বৃহস্পতিবারে যে গান হতো তার পাশাপাশি ওরসেও গান বাজনা বন্ধ থাকবে। কাউকে বাধ্যযন্ত্র নিয়ে মাজার প্রাঙ্গণে না আসার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, শুক্রবার (৬ সেপ্টেম্বর) বাদ জুম্মা এসব অসামাজিক-অনৈতিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন করেন ছাত্র জনতা, উলামা মাশায়েখ ও সর্বস্তরের মুসল্লিরা।

/এটিএম

Exit mobile version