Site icon Jamuna Television

ধানের শীষ প্রতীকে নির্বাচন করবে ঐক্যফ্রন্ট: মান্না

নাগরিক ঐক্যে’র আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ঐক্যফ্রন্ট একটি ” কমন” প্রতীকে নির্বাচন করবে।  প্রতীক হবে ধানের শীষ। আজ দুপুরে  ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে  তিনি এ কথা বলেন।
মাহমুদুর রহমান মান্না আরও বলেন, নির্বাচন কমিশনের অসতর্কতায় নয়া পল্টনে গতকালের সংঘর্ষের ঘটনা ঘটেছে। 
মান্না বলেন,  সরকার যেকোন উপায়ে নির্বাচনকে নিজেদের পক্ষে নেয়ার চেষ্টা করছে। আসন বন্টন নিয়ে আলোচনা শুরু হয়েছে, সিদ্ধান্ত হয়নি।
চলমান রাজনীতি ও নির্বাচনের পরিবেশ নিয়ে আলোচনা করতে রাজধানীর মতিঝিলে ঐক্যফ্রন্টের প্রধান নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের চেম্বারে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
Exit mobile version