Site icon Jamuna Television

যৌথবাহিনীর অভিযানে প্রাণ ফিরেছে শিল্পাঞ্চলে

যৌথবাহিনীর অভিযানের ইতিবাচক প্রভাব পড়েছে শিল্পাঞ্চলে। আজ থেকে খোলা হয়েছে সব পোশাক কারখানা। সাভার, আশুলিয়া ও গাজীপুরের কারখানাগুলোয় সকাল থেকেই শুরু হয়েছে কার্যক্রম।

শিল্পাঞ্চলের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন। সকাল আটটার পর থেকেই শুরু হয়েছে উৎপাদন। এছাড়া যেকোনো ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। সেই সাথে শিল্পাঞ্চলে টহল দিচ্ছে সেনাবাহিনীও।

গত কয়েকদিন ধরে চাকরি প্রত্যাশী শ্রমিকদের আন্দোলনের কারণে অসন্তোষ দেখা দেয় শিল্পাঞ্চলে। সেসময় কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করে মালিকপক্ষ। পরে শ্রমিক সংগঠনের সাথে বৈঠক করেন বিজিএমইএ’র নেতারা।

/এটিএম

Exit mobile version