Site icon Jamuna Television

সরকারের উপর নির্ভর করছে ২০ দলের অংশগ্রহণ: অলি আহমেদ

দেশে সুষ্ঠু নির্বাচন আয়োজন ও তাতে ২০ দলের অংশগ্রহণ নির্ভর করছে সরকারের উপর। কারণ কোন কিছুতেই নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে নেই। এমন মন্তব্য করেছেন ২০ দলের মুখপাত্র অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ। আজ সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিং-এ তিনি এ মন্তব্য করেন।

এসময় তিনি বলেন, সমগ্র দেশ অনিশ্চয়তা, আতংকের মধ্যে দিয়ে যাচ্ছে। অলি আহমেদ অভিযোগ করেন, খালেদা জিয়াকে নির্বাচন থেকে বাইরে রাখতে সরকার যা ইচ্ছে তাই করছে। পুলিশি পাহারায় মন্ত্রী ও এমপিরা প্রচারণা চালাচ্ছে, অথচ ইসি তা দেখছে না বলেও মন্তব্য করেন তিনি। একই সুযোগ ২০ দলীয় জোট ও ঐক্যফ্রন্টের নেতাদেরও দেয়ার দাবি জানান ২০ দলের এই নেতা।

Exit mobile version