Site icon Jamuna Television

প্রতিবেশীদের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক চায় পাকিস্তান: শেহবাজ শরিফ

ছবি: সংগৃহীত

সব প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় পাকিস্তান, এমন মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। শুক্রবার (৬ সেপ্টেম্বর) দেশটির প্রতিরক্ষা ও শহীদ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এসময় দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নিজের অবস্থানের পাশাপাশি আঞ্চলিক শান্তিপূর্ণ আবহ প্রতিষ্ঠার বার্তাও দেন শেহবাজ শরিফ। খবর, এনডিটিভি’র।

পাকিস্তানের প্রতিরক্ষা ও শহীদ দিবস উপলক্ষে দেয়া সেই ভাষণে শেহবাজ বলেন, আমরা বিশ্বাস করি যে শান্তি এবং উন্নয়ন একই মুদ্রার এপিঠ-ওপিঠ। আমাদের প্রথম আকাঙ্ক্ষা শান্তি। অন্য কোনো দেশে হামলা বা আগ্রাসন চালানোর কোনো ইচ্ছে কিংবা পরিকল্পনা পাকিস্তানের নেই। এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে পাকিস্তানের পক্ষে যতখানি করা সম্ভব, তা পাকিস্তান করবে।

সেখানে আরও উপস্থিত ছিলেনদেশটির প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। সেনাপ্রধান বলেন, পাকিস্তানের জনগণের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক হৃদয় থেকে উৎসারিত। আমাদের মধ্যে রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে, কিন্তু সেই মতবিরোধকে আমরা ঘৃণায় পরিণত হতে দিতে পারি না।

প্রসঙ্গত, শুক্রবার প্রতিরক্ষা দিবসে নিজেদের তৈরি দু’টি যুদ্ধজাহাজ বহরে অন্তর্ভুক্ত করেছে দেশটির নৌবাহিনী। এই যুদ্ধজাহাজ দু’টির নাম পিএনএস হুনিয়ান এবং পিএনএস বাবর।

/এমএইচআর

Exit mobile version