Site icon Jamuna Television

গাজীপুরে বিদ্যুতায়িত হয়ে দুজনের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে সঞ্চালন লাইন থেকে বিদ্যুতায়িত হয়ে একটি ডাম্প ট্রাকে আগুন ধরে যাওয়ার পর চালক ও হেলপার মারা গেছেন। মরদেহ ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন- ডাম্প ট্রাকের চালক রুবেল মিয়া ও হেলপার জাহাঙ্গীর আলম । তাদের দুজনেরই বাড়ি ভোলা জেলায় বলে জানা গেছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান জানান, বুধবার রাত সোয়া ১ টার দিকে সিটি করপোরেশনের ঝাজড় এলাকায় ঢাকা বাইপাস সড়কে চলমান সংস্কার কাজের জন্য মাটি নিয়ে গিয়েছিল ডাম্প ট্রাকটি। এসময় রাস্তার পাশে গাড়ি রেখে মাটি নামানোর জন্য চালক ট্রাকের পেছনের অংশ উঁচু করলে তা উপরে থাকা ৩৩ কেভির সঞ্চালন লাইন স্পর্শ করে। ফলে ট্রাকের বডি বিদ্যুতায়িত হয়ে যায় এবং টায়ার থেকে গাড়িতে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলে ট্রাকের চালক রুবেল মিয়া মারা যান। হাসপাতালে নেওয়ার পথে তার সহকারী জাহাঙ্গীরও মারা যান। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাকের আগুন নেভায়।

Exit mobile version