Site icon Jamuna Television

ভাওয়াল জাতীয় উদ্যানে যুবকের গলা কাটা লাশ উদ্ধার 

গাজীপুর সিটি করপোরেশনের রাজেন্দ্রপুর এলাকার ভাওয়াল জাতীয় উদ্যান এলাকা থেকে এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার  করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়।

নিহত যুবকের পরিচয় পাওয়া যায় নি। বয়স আনুমানিক ৩০ বছর। পড়নে জিন্সের প্যান্ট ও নীল  শার্ট রয়েছে
পুলিশ  জানায়, ভাওয়াল জাতীয় উদ্যানের ১নং গেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে এক যুবকের গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থানে পৌঁছে ওই যুবকের দেহ এবং কিছু দূর থেকে মাথা ও হেলমেট উদ্ধার করে।
গাজীপুর মেট্টো পুলিশের সদর থানার অফিসার ইনচার্জ সমীর চন্দ্র সূত্রধর জানান, লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজ উদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। দুর্বৃত্তরা তাকে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে গেছে, না অন্যত্র হত্যা করে লাশ এখানে ফেলে গেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
Exit mobile version