Site icon Jamuna Television

দ্বিতীয় জয়ের লক্ষ্যে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ

র‍্যাঙ্কিংয়ে এগিয়ে যাওয়ার লক্ষ্যে আজ দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ রোববার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টায়।

প্রথম ম্যাচ জিতে অনেকটাই আত্মবিশ্বাসী বাংলাদেশ ফুটবল দল। সেই জয়ের ধারা দ্বিতীয় ম্যাচেও বজায় রাখতে চায় জামাল-তপুরা। সেই লক্ষ্যে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন লাল-সবুজের দল।

জয়ের বিকল্প দেখছেন না অধিনায়ক জামাল ভূঁইয়া। তবে, শঙ্কা জেগেছে প্রথম ম্যাচে চোটে পড়া রাকিব হোসেনের খেলা নিয়ে। দ্বিতীয় ম্যাচে তাকে পাওয়া যাবে না জানিয়েছেন সহকারী কোচ হাসান আল মামুন।

আগামী বছরই এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের খেলা থাকায় এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের কাছে। কারণ ভুটানকে হারালে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে যাবে বাংলাদেশ। সেক্ষেত্রে বাছাইপর্বে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পাবে জামাল ভূঁইয়ারা।

/এমএইচ

Exit mobile version