Site icon Jamuna Television

আলোকচিত্রী শহিদুল আলমকে জামিন দিয়েছেন হাইকোর্ট

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে করা মামলায় আলোকচিত্রী শহিদুল আলমের জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি শেখ আব্দুল আউয়াল ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ আজ বৃহস্পতিবার এ রায় দেন।

এর আগে জামিন আবেদনের ওপর আজ বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করেন হাইকোর্ট। গত ৫ আগস্ট শহীদুল আলমের বিরুদ্ধে মামলা করে পুলিশ। রাতে তাকে এ মামলায় গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে আছেন। ওই মামলায় ১১ সেপ্টেম্বর ঢাকা মহানগর দায়রা জজ শহিদুল আলমের জামিন নাকচ করেন। পরে গত ১৭ সেপ্টেম্বর হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন তিনি।
Exit mobile version