Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে মানব শরীরে আবারও ‘বার্ড ফ্লু’ শনাক্ত

প্রতীকী ছবি।

যুক্তরাষ্ট্রে আবারও মানব শরীরে ‘বার্ড ফ্লু’ শনাক্ত করা হয়েছে। তবে কোন প্রাণীর সংস্পর্শ থেকে আক্রান্ত হয়েছে সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। দেশটির স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, ‘বার্ড ফ্লু’তে আক্রান্ত ব্যক্তি দেশটির মিসৌরির একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তিনি এখন অনেকটাই সুস্থ বলে জানিয়েছে মার্কিন রোগতত্ত্ব ও সংক্রামক বিভাগ-সিডিসি।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে চলতি বছর এখন পর্যন্ত ১৪ জন বার্ড ফ্লু রোগী শনাক্ত হয়েছে। তবে, এবারই উৎস সম্পর্কে নিশ্চিত হতে পারেনি চিকিৎসকরা। এর আগে পোল্ট্রি ও গবাদি পশু থেকে আক্রান্তের প্রমাণ পেয়েছিল তারা।

সিডিসি আশ্বস্ত করেছে, সাধারণ মানুষের মধ্যে ব্যাপক হারে বার্ড ফ্লু ছড়িয়ে পড়ার শঙ্কা নেই।

বার্ড ফ্লু এক ধরণের ভাইরাল রোগ। সাধারণত পাখি ও গবাদি পশুই এই রোগে বেশি আক্রান্ত হয়। মানব শরীরে এ রোগ সংক্রমণের ঘটনা বিরল। ৯০’র দশকে চীনে প্রথম এ রোগটি শনাক্ত হয়। যা পরবর্তীতে সব মহাদেশে ছড়িয়ে।

/এমএইচ

Exit mobile version