Site icon Jamuna Television

পেগুলার স্বপ্নভঙ্গ, ইউএস ওপেনের নতুন রানি সাবালেঙ্কা

ইউএস ওপেনের গত আসরের ফাইনালে উঠেছিলেন আরিনা সাবালেঙ্কা। তবে সেবার ফাইনালে কোকো গফের কাছে হেরে রানারআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল তাকে। এবার আর আগের ঘটনার পুনরাবৃত্তি করেননি বেলারুশের টেনিস তারকা। মেয়েদের ফাইনালে দারুণ লড়াইয়ে জেসিকা পেগুলাকে হারিয়ে ইউএস ওপেনের নতুন রানি হয়েছেন তিনি।

মার্কিন বিলিয়নিয়ার টেরি পেগুলার কন্যা জেসিকার বিপক্ষে ৭-৫, ৭-৫ গেমে জিতেছেন সাবালেঙ্কা। প্রথমবার ইউএস ওপেন জিতে কোর্টে শুয়ে পড়েন তিনি। মুখে হাত রেখে কেঁদেছেন, দুই হাত উপরে তুলে মেতেছেন উদযাপনে।

এটি সাবালেঙ্কার ক্যারিয়ারে তৃতীয় গ্র্যান্ড স্লাম ট্রফি। ২৬ বছর বয়সী এই টেনিস তারকা এর আগে দুইবার অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন। সবমিলিয়ে এ বছরের চারটি গ্র্যান্ড স্লামের দুটিই গেছে তার দখলে।

উল্লেখ্য, এর আগে বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন তিনি। আজকের ফাইনালে জিতে ইউএস ওপেনের কোর্টে টানা ১৪ ম্যাচ অপরাজিত থাকলেন সাবালেঙ্কা।

/এমএইচআর

Exit mobile version