Site icon Jamuna Television

চীন-ফিলিপাইনের পর ভিয়েতনামে ইয়াগির তাণ্ডব

চীন-ফিলিপাইনের পর এশিয়ায় শক্তিশালী ঝড় সুপার টাইফুন ‘ইয়াগি’ আঘাত হেনেছে ভিয়েতনামে। স্থানীয় সময় শনিবার বিকেলে ঝড়টি আঘাত হানার পর থেকে ভিয়েতনামে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। সেই সাথে ডজন খানেক আহত হয়েছে। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, উত্তর ভিয়েতনামে ইয়াগির প্রভাবে অব্যাহত ভারী বর্ষণ, আকস্মিক বন্যা এবং ভূমিধসের বিষয়ে সতর্ক করেছে স্থানীয় কর্তৃপক্ষ। হ্যানয়সহ উত্তরের ১২টি প্রদেশে স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে।

ইয়াগি ভিয়েতনামের কাছে আসার সঙ্গে সঙ্গে বাতাসের গতিবেগ প্রতি ঘণ্টায় ১৬০ কিলোমিটার পৌঁছে। উত্তরের উপকূলীয় শিল্পাঞ্চল শহর হাইফংয়ে স্থানীয় সময় দুপুরে এটি আঘাত হানে।

এছাড়া ইয়াগি ভিয়েতনামের উপকূলীয় প্রদেশে ১৩ ফুট উচ্চতা পর্যন্ত ঢেউইয়ের সৃষ্টি করে। সমুদ্রে থাকা অনেকে নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। 

/এআই

Exit mobile version