Site icon Jamuna Television

আজ থেকে পুরোদমে শুরু রাবির শিক্ষা কার্যক্রম

আজ থেকে ক্লাসসহ পুরোদমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। দীর্ঘদিন পর ক্লাস ও অফিসিয়াল কার্যক্রম শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেন শিক্ষার্থীরা।

তবে অনেকদিন ধরে পাঠদান বন্ধ থাকায় সেশন জটে পড়ার আশঙ্কাও করছেন তারা। তাই নিয়মিত পরীক্ষা নেয়ারও তাগিদ দেন শিক্ষার্থীরা।

এরআগে ২৮ জুন থেকে ঈদুল আযহার ছুটির কারণে বন্ধ থাকে শিক্ষা কার্যক্রম। এরপর শিক্ষকদের আন্দোলন ও ছাত্র জনতার অভ্যত্থানের কারণেও বিঘ্ন ঘটে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে। ৫ আগস্টের পর থেকে বিভাগ ও শিক্ষকদের উদ্যোগে কিছু সংখ্যক ক্লাস নেয়া হয়।

/এটিএম

Exit mobile version