Site icon Jamuna Television

রণবীর-দীপিকার কোল আলো করে এলো কন্যা সন্তান

অপেক্ষার অবসান। মা হলেন দীপিকা পাড়ুকোন। চলতি বছর গোড়ার দিকে দীপিকা ও রণবীর সিং ঘোষণা করেছিলেন, তাদের সংসারে আসতে চলেছে নতুন সদস্য। এমন খবর প্রকাশ্যে আসার পর থেকেই জল্পনা শুরু হয়েছিল— কন্যা হবে না কি পুত্র! রোববার দীপিকা জন্ম দিলেন এক কন্যা সন্তানের।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে এখনও এই সংবাদ প্রকাশ করেননি তারকা দম্পতি।

এর আগে, শুক্রবার গণেশ চতুর্থী উপলক্ষে দীপিকা-রণবীরকে দেখা গিয়েছিল মন্দিরে প্রার্থনা করতে। তার পরের দিনই হাসপাতালে দেখা যায় রণবীর ও দীপিকাকে।

প্রথমে জানা গিয়েছিল, আগামী ২৮ সেপ্টেম্বর ভূমিষ্ঠ হতে পারে দীপিকার প্রথম সন্তান। কিন্তু তার আগেই সন্তান এল দীপিকার কোলে। দক্ষিণ মুম্বাইয়ের এক হাসপাতালে সন্তানের জন্ম দেন তারকা দম্পতি।

/এটিএম

Exit mobile version