Site icon Jamuna Television

আগামীতে দেশ কোন পথে যাবে, জনগণই সিদ্ধান্ত নেবে: আমীর খসরু

যারা দেশ ধ্বংস করেছে তাদের পরাজিত করতে হলে, অন্তর্বর্তী সরকারকে সমর্থন করতে হবে—এ মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে এবি পার্টির এক আলোচনা সভায় এ কথা বলেন বিএনপির এই নেতা। তিনি বলেন, শেখ হাসিনা জনগণের যে মালিকানা কেড়ে নিয়েছে; তা ফিরিয়ে দিতে হবে। আগামীতে বাংলাদেশ কোন পথে যাবে- সে সিদ্ধান্ত জনগণই নেবে।

রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিকভাবে সবার জন্য লেভেল-প্লেয়িং ফিল্ড তৈরির তাগিদ দেন আমীর খসরু। তরুণদের প্রত্যাশা এই সরকারকে বুঝতে হবে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, যারা নতুন প্রজন্মের আকাঙ্ক্ষা বুঝবে না, আগামীর রাজনীতিতে তাদের ঠাঁই হবে না।

/এনকে

Exit mobile version