Site icon Jamuna Television

ইয়ার্ন মার্কেটিং প্রফেশনাল অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ইয়ার্ন মার্কেটিং প্রফেশনাল অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর একটি চার তারকা হোটেলে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার এবিএম সিরাজুল ইসলাম।

সংগঠনটির সাধারণ সম্পাদক রুহুল আমিন আশিক বলেন, সংগঠনটি দীর্ঘদিন কো-অর্ডিনেটর কমিটির মাধ্যমে কার্যক্রম চালিয়ে আসছিল। এখন তা পূর্ণাঙ্গ কমিটিতে রূপ নিয়েছে। এখন থেকে সদস্যদের সুযোগ-সুবিধা আরও গুরুত্বের সাথে দেখা যাবে।

সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুস সালিক জানান, সংগঠনের সবাই মিলে কাজ করলে অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছানো সম্ভব।

পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অতিথি শিল্পী ছাড়াও সংগঠনটির সদস্যরা অংশ নেন।

/আরএইচ

Exit mobile version