Site icon Jamuna Television

রাশিয়া-ইউক্রেন সংঘাত: মস্কো সফরে যাচ্ছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

গত দুই মাসে রাশিয়া ও ইউক্রেন সফর করেছেন ভারতের প্রধানমন্ত্রী মোদি। ফাইল ছবি

রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনায় অংশ নিতে চলতি সপ্তাহে মস্কো সফর করবেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। আজ রোববার (৮ সেপ্টেম্বর) এক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

গণমাধ্যমটির দাবি, দুবছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন সংঘাত নিরসনে আলোচনা করতেই মস্কো সফর করবেন অজিত দোভাল। সফরে ব্রিকস জোটের আলোচনাতেও অংশ নেয়ার কথা রয়েছে তার।

এর আগে, গত সপ্তাহে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ফোনালাপ করেন ভারতের প্রধানমন্ত্রী। ফোনালাপেই ভারতের নিরাপত্তা উপদেষ্টার মস্কো সফর সম্পর্কে সিদ্ধান্ত নেয়া হয়। গত দুই মাসে রাশিয়া ও ইউক্রেন সফর করেন নরেন্দ্র মোদি।

/এএম

Exit mobile version