Site icon Jamuna Television

গাজীপুরে প্রকাশ্য দিবালোকে যুবককে কুপিয়ে খুন

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সিটি করপোরেশেনের কাউলতিয়ার জেলারপাড় এলাকায় বৃহস্পতিবার দুপুরে মরিচের গুড়া ছিটিয়ে প্রকাশ্য দিবালোকে দা দিয়ে কুপিয়ে এক ব্যক্তিকে খুন ও তার ভাইকে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। দুপুর ২টার দিকে জেলার পাড়ের নাগপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত হলেন স্থানীয় জয়নাল শিকদারের ছেলে মো. শহিদুল ইসলাম (৪৫) ও আহত হয়েছেন তার ছোট ভাই আব্দুর রশিদ (৩৮)।

নিহতের ছেলে সুজন আল মামুন জানান, সরকারী জমি থেকে গাছ কাটাকে কেন্দ্র করে এক বছর আগে স্থানীয় আক্তার হোসেন গংদের সঙ্গে শহিদুল ইসলাম ও রশিদদের  মারামারির ঘটনা ঘটে। এ নিয়ে দুই পরিবারের মধ্যে শত্রুতা চলতে থাকে। যা পরবর্তীতে আদালত পর্যন্ত গড়ায়। বৃহস্পতিবার সকাল ২টার দিকে আঃ রশিদ জোলারপাড় বাজার থেকে বাড়ি যাওয়ার পথে নাগপাড়া এলাকায় পৌছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা প্রতিপক্ষ আক্তার হোসেন ও তার সহযোগীরা পথরোধ করে রশিদকে কুপায়। পরে তার বড়ভাই শহিদুল ছোট ভাই রশিদকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার সময় প্রতিপক্ষরা দুইভাইয়ের চোখে মুখে মরিচের গুড়া ছিটিয়ে আবার ধারালো অস্ত্র  দিয়ে কোপায়। এসময় মারা গেছে ভেবে তারা আহতদের ফেলে চলে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে আনার পথে শহিদুল ইসলাম মারা যান। গুরুত্বর আহত আঃ রশিদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ওসি সমীর চন্দ্র সূত্রধর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে শহিদুল ইসলাম নামে একজনকে হত্যা করেছে বলে জানা গেছে।

Exit mobile version