Site icon Jamuna Television

বাংলাদেশ ব্যাংকের নতুন দুই ডেপুটি গভর্নর নিয়োগ

বাংলাদেশ ব্যাংকে দুইজন ডেপুটি গভর্নর নিয়োগ দেয়া হয়েছে। তারা হলেন, মো. জাকির হোসেন চৌধুরী ও ড. মো. কবির আহাম্মদ। তাদের দুইজনই কেন্দ্রীয় ব্যাংকটিতে নির্বাহী পরিচালক পদে কর্মরত ছিলেন।

রোববার (৮ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কেন্দ্রীয় ব্যাংক শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, যোগদানের তারিখ থেকে আগামী তিন বছরের জন্য তাদের চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

/আরএইচ

Exit mobile version