Site icon Jamuna Television

বৃষ্টিতে ভেসে গেলো বাংলাদেশ-শ্রীলঙ্কার প্রথম ম্যাচ

বৃষ্টি যেন কোনোভাবেই বাংলাদেশ ক্রিকেটের পিছু ছাড়ছে না। ছেলেদের ‘এ’ দল ও জাতীয় দলের পাকিস্তান সফরের পর এবার মেয়েদের ‘এ’ দলের শ্রীলঙ্কা সফরেও বাগড়া বাধাল প্রকৃতি। ভেসে গেল সিরিজের প্রথম ম্যাচ।

পানাগোডার আর্মি গ্রাউন্ডসে রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরের পর পরিত্যক্ত ঘোষণা করা হয় বাংলাদেশ নারী ‘এ’ দল ও শ্রীলঙ্কা নারী ‘এ’ দলের প্রথম আনঅফিসিয়াল ওয়ানডে।

বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকায় টসই অনুষ্ঠিত হতে পারেনি। চলতি এই সফরে লঙ্কান নারী ‘এ’ দলের বিপক্ষে দুটি পঞ্চাশ ওভারের ম্যাচ ও পাঁচটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশের মেয়েরা।

উল্লেখ্য, আগামী মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটিকেই ধরা হচ্ছে শেষ মুহূর্তের প্রস্তুতির সুযোগ হিসেবে। কলম্বোর থুরস্তানে আগামী মঙ্গলবার হবে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। দু’দলের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ১২ সেপ্টেম্বর।

/এমএইচআর

Exit mobile version