Site icon Jamuna Television

সীতাকুণ্ডে বিস্ফোরণ: দগ্ধ একজনের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডের শীতলপুরে এসএন করপোরেশন নামে শিপইয়ার্ডে পুরোনো জাহাজ কাটার সময় বিস্ফোরণে অগ্নিদগ্ধ একজনের মৃত্যু হয়েছে। উন্নত চিকিৎসার জন্য শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়ার সময় পথে তার মৃত্যু হয়।

নিহত ওই ব্যক্তির নাম আহমেদ উল্লাহ। তিনি শিপইয়ার্ডটির সেফটি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এর আগে, শনিবার সকালে ব্যবসায়ী শওকত আলী চৌধুরীর মালিকানাধীন শিপইয়ার্ড এস এন করপোরেশনে জাহাজ কাটার সময় বিস্ফোরণ ঘটে। এতে ১২ জন গুরুতর দগ্ধ হন। দগ্ধদের মধ্যে ৮ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

এদিকে, দুর্ঘটনাকবলিত কারখানাটি পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে শিল্প মন্ত্রণালয়।

/এনকে

Exit mobile version