Site icon Jamuna Television

হাসপাতালে ফিজিওথেরাপিস্ট নিয়োগের দাবিতে মানববন্ধন

সরকারিভাবে ফিজিওথেরাপিস্ট পোস্ট তৈরি ও প্রতিটি হাসপাতালে ফিজিওথেরাপিস্ট নিয়োগসহ বেশ কিছু দাবি জানিয়েছে বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন। আজ রোববার (৮ সেপ্টেম্বর) সকালে শহীদ মিনারে বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষ্যে মানববন্ধন ও র‍্যালির আয়োজন করে সংগঠনটি।

তাদের অভিযোগ, বাংলাদেশে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ ১০ হাজারের বেশি ফিজিওথেরাপিস্ট রয়েছে। কিন্তু সরকারি জেলা ও উপজেলা পর্যায়ে তাদের নিয়োগ দেয়া হচ্ছে না। এতে প্রান্তিক জনগণ সঠিক ও মানসম্পন্ন ফিজিওথেরাপি চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

আগামী এক মাসের মধ্যে ফিজিওথেরাপিস্টদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু, বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল বাস্তবায়নের দাবিও জানান ফিজিওথেরাপিস্টরা।

উল্লেখ্য, আজ বিশ্ব ফিজিওথেরাপি দিবস। এবারের প্রতিপাদ্য– কোমর ব্যথায় ফিজিওথেরাপি কার্যকর চিকিৎসা পদ্ধতি। এ উপলক্ষ্যে ফিজিওথেরাপি এসোসিয়েশনের পক্ষ থেকে আজ সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ছাত্র-জনতা এবং বাত, ব্যথা ও প্যারালাইসিসের রোগীদের বিনামূল্যে ফিজিওথেরাপি চিকিৎসা দেয়া হয়।

/এএম

Exit mobile version