Site icon Jamuna Television

সুইজারল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে নেশন্স লিগে প্রথম জয় পেলো স্পেন

আসরে নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়ার সাথে ড্র করলেও দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে স্পেন। রোববার (৮ সেপ্টেম্বর) সুইজারল্যান্ডের জেনেভায় স্বাগতিকদের ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এতে নেশন্স লিগের নতুন আসরে প্রথম জয়ের দেখা পেল বর্তমান ইউরো ও নেশন্স লিগ চ্যাম্পিয়ন স্পেন।

ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। লামিন ইয়ামালের ক্রসে হোসেলুর নিখুঁত হেড সুইস গোলরক্ষক ফেরানোর চেষ্টা করলেও ততক্ষণে তা পেরিয়ে যায় গোললাইন। ১৩ মিনিটে নিকো উইলিয়ামসের নেয়া শট ক্লিয়ার করতে পারেননি কোবেল। সেই সুযোগে ফিরতি শটে ব্যবধান ২-০ করেন ফ্যাবিয়ান রুইজ। বিরতির আগে অমদৌনির গোলে ব্যবধান কমায় সুইজারল্যান্ড। ২-১ ব্যবধানে লিড নিয়ে বিরতিতে যায় সফরকারীরা।

দ্বিতীয়ার্ধে দু’দলই আক্রমণাত্মক ভঙ্গিমায় খেলতে থাকে। তবে লক্ষ্যভেদ করতে ব্যর্থ হয় দুই দলের স্ট্রাইকাররা। ম্যাচের ৭৭ মিনিটে আবারও এগিয়ে যায় স্পেন। ফেরান তোরেসের ক্রসে দারুণ প্লেসিংয়ে নিজের দ্বিতীয় গোলের সাথে দলকে ৩-১ গোলে এগিয়ে নেন রুইজ।

ঠিক তার তিন মিনিট পর হোসেলুর পাস ধরে গোল আদায় করে নেন তোরেস। খেলার বাকি সময়ে আর কোনো গোল না হলে ৪-১ ব্যবধনের জয় নিয়ে মাঠ ছাড়ে লা ফুয়েন্তের শিষ্যরা।

/এমএইচআর

Exit mobile version