Site icon Jamuna Television

চট্টগ্রামের প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশা চলাচল বন্ধ ঘোষণা

প্রতীকী ছবি

সড়কে যানজট ও শৃঙ্খলা ফেরাতে বন্দরনগরী চট্টগ্রামের প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত ও অটোরিকশা বন্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।

পূর্ব ঘোষণা অনুযায়ী, আজ সোমবার সকাল থেকে রিকশা চলাচলে নিষেধাজ্ঞা দেয়া হয়। তবে এখনও তা পুরোপুরি কার্যকর হয়নি। নগরীর আগ্রাবাদ, চৌমুহনী, দেওয়ানহাট ও টাইগার পাসসহ বেশকিছু গুরুত্বপূর্ণ সড়কে কিছু সংখ্যক অটোরিকশা চলাচল করছে।

নগরবাসী বলছেন, এর আগেও এমন উদ্যোগ কয়েকবার নেয়া হলেও তার সুফল মেলেনি। এবার যদি নিষেধাজ্ঞা বাস্তবায়ন হয় তাহলে সড়কে শৃঙ্খলা অনেকটাই ফিরবে বলে আশাবাদী তারা। এতে, কমবে দুর্ঘটনাও।

/এনকে

Exit mobile version