Site icon Jamuna Television

আজ থেকে অনলাইনে দাখিল করা যাবে আয়কর রিটার্ন

রিটার্ন দাখিলের জন্য ই-রিটার্ন সিস্টেম আপগ্রেড করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সোমবার (৯ সেপ্টেম্বর) থেকে করদাতাদের জন্য অনলাইন রিটার্ন দাখিল উন্মুক্ত করে দেয়ার ঘোষণাও দিয়েছে প্রতিষ্ঠানটি। ফলে আজ থেকে অনলাইনে দাখিল করা যাবে ২০২৪-২৫ করবর্ষের আয়কর রিটার্ন।

সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে এসব জানিয়েছে এনবিআর।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করদাতাবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক কর ব্যবস্থাপনা গড়তে জাতীয় রাজস্ব বোর্ড বদ্ধপরিকর। এ লক্ষ্যে ব্যক্তিশ্রেণির করদাতাদের, অনলাইন রিটার্ন দাখিলের জন্য ই-রিটার্ন সিস্টেম আপগ্রেডেশন করেছে। আজ থেকে অনলাইন রিটার্ন দাখিল পদ্ধতি উন্মুক্ত করা হয়েছে।

ই-রিটার্ন সিস্টেম আপগ্রেডেশন ব্যবহার করে, রিটার্ন তৈরি, দাখিল অনলাইনে কর পরিশোধ করা যাচ্ছে।

/এটিএম

Exit mobile version