Site icon Jamuna Television

ইউএস ওপেনের নতুন রাজা সিনার

ইতালিয়ান তারকা ইয়ানিক সিনার প্রমাণ করলেন তিনি কেন এক নম্বর। প্রথম ইতালিয়ান হিসেবে জিতে নিলেন ইউএস ওপেনের শিরোপা। রোববার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের টেলর ফ্রিৎজকে ৬-৩, ৬-৪, ৭-৫ গেমে হারিয়ে বছরের শেষ গ্র্যান্ড স্লামটা জেতেন সিনার। এটি তার ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ডস্লাম। এর আগে, বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন ২৩ বছর বয়সী এই ইতালিয়ান।

সিনার শুধু ইউএস ওপেন জিতলেন না সেই সঙ্গে জবাব দিলেন সমালোচকদেরও। এই গ্র্যান্ড স্ল্যাম খেলতে নামার বিতর্কে জড়িয়ে গিয়েছিলেন তিনি। মার্চে ইন্ডিয়ান ওয়েলস প্রতিযোগিতায় খেলার সময় সিনারের শরীরে ক্লোস্টেবল নামে একটি পদার্থ পাওয়া গিয়েছিল। বিশ্ব অ্যান্টি ডোপিং এজেন্সি ক্লোস্টেবল পদার্থটিকে নিষিদ্ধ ঘোষণা করেছে।

কিন্তু আন্তর্জাতিক টেনিস ইন্টিগ্রিটি এজেন্সি সিনারের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি। তারা জানিয়েছে, ইতালির এই টেনিস তারকা ইচ্ছাকৃত ভাবে ডোপিং করেননি। তার ফিজিওথেরাপিস্ট না জেনে কোনও একটি ওষুধ দিয়েছিলেন, সেটার মধ্যে ক্লোস্টেবল ছিল।

গ্র্যান্ডস্লাম জয়ের পর সিনার বলেন, এই গ্র্যান্ডস্লামটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল। আমার ক্যারিয়ারের সাম্প্রতিক সময়টা সহজ ছিল না, তবে আমায় আমার দল এবং পরিবার খুব সাহায্য করেছে। আমি টেনিস ভালোবাসি, তবে কোর্টের বাইরেও আমার একটা জীবন আছে। আমার এক আত্নীয়ের শরীর ভালো নয়, তাই আমি এই শিরোপা তাকেই উৎসর্গ করতে চাই। আমি জানিনা কতদিন তাকে আর আমি দেখতে পাব, তাই তার সঙ্গেই এই শিরোপা আমি ভাগ করে নিতে চাই।

/এমএইচআর

Exit mobile version