Site icon Jamuna Television

কুমিল্লায় নিহতদের পরিবারের পাশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা

কুমিল্লা ব্যুরো:

ছাত্র আন্দোলনের সময় কুমিল্লার দাউদকান্দি উপজেলায় নিহত তিন জনের পরিবারের সাথে দেখা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। 

আন্দোলন চলাকালীন রাজধানীর যাত্রাবাড়ীতে নিহত মাহিম, রিফাত এবং বাবুর পরিবারের সাথে সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে সৌজন্য সাক্ষাত করেন কেন্দ্রীয় সমন্বয়ক নাজমুল আলম। তার সাথে ছিলেন ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেয়া অন্যরাও।   

এ সময় তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহতদের সমাধি পরিদর্শন করেন এবং তাদের পরিবারের খোঁজখবর নেন।  

সমন্বয়ক নাজমুল আলম বলেন, তারা শুধু শহীদ পরিবারের খোঁজখবরই নিচ্ছেন না, চেষ্টা করছেন তাদের পুনর্বাসন করারও। তাদের পরিবার যেন মনে না করে যে তারা সন্তান হারিয়েছে। বরং তাদের পরিবার যেন এটা মনে করতে পারে যে হাজারও সন্তান তাদের পাশে রয়েছে।

/এমএমএইচ 

Exit mobile version