Site icon Jamuna Television

ইয়াগির তাণ্ডবে ধসে পড়লো ভিয়েতনামের ব্যস্ততম সেতু

ছবি: এপি

শক্তিশালী ঝড় সুপার টাইফুন ‘ইয়াগি’র তাণ্ডবে ধসে পড়লো ভিয়েতনামের ব্যস্ততম একটি সেতু। গাড়ির ড্যাশক্যামে ধরা পড়লো ভয়াবহ সে দৃশ্য। খবর বার্তা সংস্থা এপির।

সোমবার (৯ সেপ্টেম্বর) ফু থো প্রদেশের ফোং ছাউ এলাকায় এ দুর্ঘটনা হয়। ১০টি ট্রাক-গাড়ি এবং দুটি মোটরসাইকেল নিয়ে হঠাৎ করেই ভেঙে পড়ে ৩৭৫ মিটার দৈর্ঘ্যের সেতুটি।

এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে ১৩ জন। নদী থেকে জীবিত উদ্ধার করা হয়েছে তিনজনকে। বাকিদের সন্ধানে চলছে উদ্ধার অভিযান। স্থানীয় গণমাধ্যমের দাবি, ঘটনার সময় বাতাসের গতিবেগ তীব্র ছিল।

উল্লেখ্য, চীন-ফিলিপাইনের পর সুপার টাইফুন ইয়াগি শনিবার (৭ সেপ্টেম্বর) আঘাত হানে ভিয়েতনামে। এর তাণ্ডবে ভিয়েতনামে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৫৯ জনে। রাজধানী হ্যানয়সহ আশপাশের এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন লাখ লাখ মানুষ।

/এএম

Exit mobile version