Site icon Jamuna Television

যুক্তরাজ্য হাইকমিশনারের সাথে বি. চৌধুরীর বৈঠক

ইউরোপিয়ান ইউনিয়ন, কমনওয়েলথ থেকে নির্বাচনী পর্যবেক্ষক পাঠানোর আহ্বান জানিয়েছেন বিকল্পধারার প্রেসিডেন্ট ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার অ্যালিসন ব্লেকের সাথে বৈঠকে এ আহ্বান জানান তিনি।

দুপুরে বারিধারায় বদরুদ্দোজা চৌধুরীর বাসায় যান হাইকমিশনার অ্যালিসন ব্লেক। নির্বাচন পেছানোর ব্যাপারে যুক্তফ্রন্টের মনোভাব জানতে চাইলে জোট চেয়ারম্যান বলেন, দেশের মানুষ এখন নির্বাচনমুখি, নির্বাচন পেছানোর যুক্তি নেই। তবে নির্বাচন কমিশনকে লেভেল প্লেইং ফিল্ড তৈরির আহ্বান জানান বদরুদ্দোজা চৌধুরী।

বৈঠকে বদরুদ্দোজা চৌধুরী ছাড়াও বিকল্পধারার মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর আবদুল মান্নান, শমসের মবিন চৌধুরী, মাহী বি চৌধুরী উপস্থিত ছিলেন। বৈঠকে একাদশ সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হয়। পরে সংবাদ সম্মেলনে এ বিষয়ে আলোচনার বিষয়বস্তু তুলে ধরে বিকল্পধারা।

Exit mobile version