Site icon Jamuna Television

সাকিবের স্পিন বিষে নীল সমারসেট

ইংলিশ ক্রিকেটের ঐতিহ্যবাহী ক্লাব সারের হয়ে অভিষেকেই দ্যুতি ছড়ালেন দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান। সামারসেটের বিপক্ষে নিজের অভিষেক রাঙান ৪ উইকেট নিয়ে। সাকিবের স্পিন বিষে সামারসেট প্রথম ইনিংসে ৩১৭ রানে গুটিয়ে গেছে। ৪ উইকেট নিয়ে সাকিব সারের হয়ে সেরা বোলিং করেছেন।

সোমবার (৯ সেপ্টেম্বরে) টনটনে সারেতে খেলা ক্যারিবীয় পেসার কেমার রোচ এদিন সকালে সাকিবকে দলের অভিষেক ক্যাপ পরিয়ে দেন। ইনিংসের শুরু থেকে সাকিবকে টানা বল করিয়ে যান অধিনায়ক ররি বার্নস। সাকিব আল হাসান অবশ্য নিজের ২২তম ওভারে এসে পান উইকেটের দেখা। সামারসেটের ব্যাটার টম অ্যাবেলকে প্যাভিলিয়নে ফেরান বোল্ড করে। সাকিবের আর্মার ডেলিভারির শিকার অ্যাবেল ১ রানের জন্য মিস করেন ফিফটি। উইকেট মেডেন করা সাকিব পরের ওভার করতে এসেও মেডেন দিয়ে যান। চাপে রাখেন সমারসেটের ব্যাটারদের। 

প্রথম দিনের চা বিরতির আগেই সাকিব একাই করেন ২৮ ওভার। এরপর সাকিব নিজের ৩১তম ওভারে করেন জোড়া শিকার। ওভারের প্রথম ডেলিভারিতেই বোল্ড করেন ক্যাসি আলড্রিজকে। পঞ্চম বলে এগিয়ে খেলতে গিয়ে স্টাম্পড হন জেমি ওভারটন। দিনের খেলার শেষ ওভারে ফের সাকিবের হাতে বল। সমারসেটকে অলআউট করতে দরকার কেবল ১ উইকেটের। ওভারের পঞ্চম ডেলিভারিতে সাকিব লেগ বিফোরের ফাঁদে ফেলেন ব্রেট রান্ডেলকে। আর তাতেই ৩১৭ রানে শেষ সমারসেটের প্রথম ইনিংস।

সাকিবের দুর্দান্ত বোলিংয়ের দিনে অবশ্য সেঞ্চুরি পেয়েছেন টম ব্যান্টন। সমারসেটের ব্যাটারদের মধ্যে বড় রানের ইনিংস খেলেন কেবল তিনিই। ১৩২ রান করে ব্যান্টন আউট হলে দ্রুতই আরও ৪ উইকেট হারিয়ে বসে সমারসেট। সাকিবের ৪ উইকেট শিকারের দিনে পেসার ড্যানিয়েল ওরালের উইকেট ৩। 

/আরআইএম

Exit mobile version