Site icon Jamuna Television

খুললো আশুলিয়া শিল্পাঞ্চলের সকল কারখানা

আজ থেকে খুলেছে আশুলিয়া শিল্পাঞ্চলের পোশাক প্রস্তুতকারক কারখানাগুলো। সকাল ৮টা থেকেই নিয়মমাফিক শ্রমিকদের বিভিন্ন কারখানায় ঢুকতে দেখা যায়।

ঢাকা ইপিজেডসহ আশপাশের কারখানাগুলোয় শুরু হয়েছে উৎপাদন। সকাল থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন রয়েছে শিল্প পুলিশ, র‍্যাব, বিজিবিসহ সেনাবাহিনীর সদস্যরা। সড়ক-মহাসড়কে বাড়ানো হয়েছে টহল।

এখন পর্যন্ত কোথাও বিক্ষোভের কোনো খবর পাওয়া যায়নি। সোমবারই আশুলিয়া শিল্পাঞ্চলের কারখানাগুলো খোলার সিদ্ধান্ত নেয় তৈরি পোশাক প্রস্তত ও রফতানিকারকদের সংগঠন- বিজিএমইএ।

যৌথবাহিনীর সাথে হওয়া বৈঠকে জানানো হয়, সম্প্রতি আশুলিয়া শিল্পাঞ্চলে আন্দোলনকারী কোনো শ্রমিককে কালো তালিকাভুক্ত করা হবে না। নারী-পুরুষ বৈষম্য না করে; যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেয়া হবে। এছাড়া টিফিনে আগের বরাদ্দের সাথে বাড়তি ১০ টাকা যুক্ত হবে। আর হাজিরা বোনাস হিসেবে প্রতি মাসে বেতনের সাথে ২২৫ টাকা দেয়া হবে।

/এনকে

Exit mobile version