Site icon Jamuna Television

ইউএস মাস্টার্স টি-টেন লিগে দল পেলেন মাশরাফী-সানিরা

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অনেক আগেই অবসর নিয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা। তবে ঘরোয়া ক্রিকেটে এখনও খেলছেন তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মতো আসরেও নিয়মিত তিনি। এবার খেলবেন ইউএস মাস্টার্স টি-টেন লিগে।

ছয় দলের অংশগ্রহণে আগামী ৮ নভেম্বর শুরু হবে যুক্তরাষ্ট্রের মাস্টার্স টি-টেন লিগ। টুর্নামেন্টটির পর্দা নামবে ১৭ নভেম্বর। এই লিগের প্লেয়ার্স ড্রাফট থেকে দল পেয়েছেন মাশরাফী, আরাফাত সানি, আল-আমিন হোসেন, আরিফুল হক, ইলিয়াস সানি, কামরুল ইসলাম রাব্বি, এনামুল হক জুনিয়র ও সৈয়দ রাসেল।

ড্রেটয়িট ফ্যালকনসের হয়ে খেলবেন মাশরাফী। নড়াইল এক্সপ্রেসের দলে আছেন সরাসরি দল পাওয়া আব্দুর রাজ্জাকও। একই দলের হয়ে খেলবেন এনামুল হক জুনিয়র, আরিফুল হক ও ২০১০ সালে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলা সৈয়দ রাসেল।

শিকাগো প্লেয়ার্সের হয়ে খেলবেন পেসার আল-আমিন হোসেন। আটালান্টা রাইডার্সের হয়ে খেলবেন ১১ বছর আগে জাতীয় দলের হয়ে খেলা বাঁহাতি স্পিনার ইলিয়াস সানি। একই দলে খেলবেন আরেক বাঁহাতি স্পিনার আরাফাত সানি ও পেসার কামরুল ইসলাম রাব্বি।

বাংলাদেশি তারকাদের পাশাপাশি এই লিগে খেলবেন মোহাম্মদ হাফিজ, ইমরান তাহির, মার্টিন গাপটিল, সুরেশ রায়না, হরভজন সিং, হ্যামিলটন মাসাকাদজাদের মতো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তারকারা। দেখা যাবে অনেক আগে ক্রিকেট ছাড়া জেসি রাইডার, উপল থারাঙ্গাদের। দেখা মিলবে ভারতীয় ক্রিকেটারদেরও। খেলবেন পবন নেগি, রজত ভাটিয়া, মুনাফ প্যাটেলরা।

/আরআইএম

Exit mobile version