Site icon Jamuna Television

বিএসএফ’র গুলিতে শিশু জয়ন্তের মৃত্যু: ভারত সরকারের কাছে কড়া প্রতিবাদ বাংলাদেশের

বিএসএফ’র গুলিতে নিহত শিশু জয়ন্ত কুমার সিংহের (১৬) মৃত্যুর ঘটনায় ভারত সরকারের কাছে কড়া প্রতিবাদ জানিয়েছে ঢাকা।

আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) হত্যাকান্ড বন্ধ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে ভারতীয় দূতাবাসে একটি প্রতিবাদ পত্র পাঠায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

এতে বলা হয়, ভারতীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রাণঘাতী নয় এমন কৌশল অবলম্বন করা উচিত। বারবার হত্যা বন্ধের প্রতিশ্রুতির পরও এ ধরনের হত্যাকাণ্ড অব্যাহত রয়েছে। বাংলাদেশ সরকার এ নির্মম কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানায়।

কোনো একটি দেশের নাগরিক বৈধ কাগজপত্র ছাড়া অন্য দেশের ভূখণ্ডে প্রবেশ করলে সংশ্লিষ্ট দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া যেতে পারে। কোনো অবস্থাতেই তারা যেন নির্যাতন ও মৃত্যুর শিকার না হন সে ব্যবস্থাও নিতে বলে বাংলাদেশ।

চিঠিতে, এ ধরনের নির্মম কর্মকাণ্ডের পুনরাবৃত্তি রোধ, সীমান্ত-সম্পর্কিত সব হত্যাকাণ্ডের তদন্ত, দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানায় বাংলাদেশ সরকার ।

৯ সেপ্টেম্বর ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তে জয়ন্ত কুমার সিংহ ওরফে জাম্বু বিএসএফের গুলিতে নিহত হয়। এর আগে ১ সেপ্টেম্বর মৌলভীবাজার সীমান্তে আরেক বাংলাদেশি কিশোরী একইভাবে নিহত হয়।

/এমএইচ

Exit mobile version